Connect with us

বাংলাদেশ

আওয়ামী লীগ কার্যালয়ে আবারও ‘জুলাই যোদ্ধাদের ব্যানার’

Published

on

ছবি : সংগৃহীত

ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ‘জুলাই যোদ্ধাদের কার্যালয়’ লেখা বিশাল আকারের একটি নতুন ব্যানার টানানো হয়েছে। আগের ব্যানার সরিয়ে ফেলার পর সোমবার (১৯ মে) বিকেলে এটি পুনরায় ঝুলানো হয়।

সরেজমিনে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ এলাকায় দেখা যায়, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ‘জুলাই আন্দোলনে’ আহত ও নিহতদের ছবি সংবলিত একটি বিশাল ব্যানার টাঙানো হয়েছে। নতুন ব্যানারটিতে লেখা— “জুলাই যোদ্ধাদের কার্যালয়” এবং স্লোগান— “আমরা তোমাদের ভুলব না”।

স্থানীয় এক ক্ষুদ্র ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে একদল যুবক এসে ব্যানারটি টাঙিয়ে রেখে চলে যায়। এর আগে রোববার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একটি ঝটিকা মিছিলে দলীয় কার্যালয় থেকে আগের ব্যানার খুলে ফেলা হয়।

নতুন ব্যানারটিতে ঠিকানা দেওয়া হয়েছে “২৩, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, পল্টন থানা”, যেখানে আগের ব্যানারে লেখা ছিল “জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়, মতিঝিল থানা”। বর্তমানে ভবনটিতে একই সঙ্গে দুটি ব্যানার ঝুলছে— একটিতে ‘প্রধান কার্যালয়’, অন্যটিতে শুধু ‘কার্যালয়’ উল্লেখ আছে।

বিশ্লেষকদের মতে, এটি আওয়ামী লীগ কার্যালয়কে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক বিভাজনেরই প্রতিফলন। কে বা কারা এই ব্যানার লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ব্যানার অপসারণ ও পুনঃস্থাপনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যালয় ভবনটিতে আগুন দেওয়া হয় ও লুটপাট চালানো হয়। এরপর ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। স্থানীয় বাসিন্দারা নিচতলা গণশৌচাগার ও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন।

২০১৮ সালের ২৩ জুন শেখ হাসিনার উদ্বোধনকৃত ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দশতলা ভবনটি এখন ব্যানার যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Share

ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ‘জুলাই যোদ্ধাদের কার্যালয়’ লেখা বিশাল আকারের একটি নতুন ব্যানার টানানো হয়েছে। আগের ব্যানার সরিয়ে ফেলার পর সোমবার (১৯ মে) বিকেলে এটি পুনরায় ঝুলানো হয়।

সরেজমিনে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ এলাকায় দেখা যায়, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ‘জুলাই আন্দোলনে’ আহত ও নিহতদের ছবি সংবলিত একটি বিশাল ব্যানার টাঙানো হয়েছে। নতুন ব্যানারটিতে লেখা— “জুলাই যোদ্ধাদের কার্যালয়” এবং স্লোগান— “আমরা তোমাদের ভুলব না”।

স্থানীয় এক ক্ষুদ্র ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে একদল যুবক এসে ব্যানারটি টাঙিয়ে রেখে চলে যায়। এর আগে রোববার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একটি ঝটিকা মিছিলে দলীয় কার্যালয় থেকে আগের ব্যানার খুলে ফেলা হয়।

নতুন ব্যানারটিতে ঠিকানা দেওয়া হয়েছে “২৩, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, পল্টন থানা”, যেখানে আগের ব্যানারে লেখা ছিল “জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়, মতিঝিল থানা”। বর্তমানে ভবনটিতে একই সঙ্গে দুটি ব্যানার ঝুলছে— একটিতে ‘প্রধান কার্যালয়’, অন্যটিতে শুধু ‘কার্যালয়’ উল্লেখ আছে।

বিশ্লেষকদের মতে, এটি আওয়ামী লীগ কার্যালয়কে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক বিভাজনেরই প্রতিফলন। কে বা কারা এই ব্যানার লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ব্যানার অপসারণ ও পুনঃস্থাপনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যালয় ভবনটিতে আগুন দেওয়া হয় ও লুটপাট চালানো হয়। এরপর ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। স্থানীয় বাসিন্দারা নিচতলা গণশৌচাগার ও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন।

২০১৮ সালের ২৩ জুন শেখ হাসিনার উদ্বোধনকৃত ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দশতলা ভবনটি এখন ব্যানার যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Share