Connect with us

বাংলাদেশ

বাড়ি ঘেরাওয়ের নামে মব সৃষ্টির সুযোগ দেওয়া হবে না :ডিসি

Published

on

মব সৃষ্টির নিষেধাজ্ঞা। সংগৃহীত ছবি

ঢাকা, ২১ মে ২০২৫: আওয়ামী লীগের দোসরদের ধরিয়ে দেওয়ার নামে মব সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। কারও বিরুদ্ধে তথ্য থাকলে পুলিশকে জানাতে আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ডিসি মাসুদ আলম। হাজারীবাগ এলাকায় দুটি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পর আয়োজিত এই ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “কেউ বিশৃঙ্খলা করলে কিংবা বাড়ি ঘেরাও করে মব তৈরি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের।”

সম্প্রতি ধানমণ্ডিতে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে একটি বাড়ি ঘেরাও করার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ তিনজনকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। আটককারীদের ছাড়িয়ে আনতে থানায় যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

চাঁদা দাবির গুঞ্জন
এ ঘটনার সঙ্গে চাঁদা দাবির সম্পর্ক আছে কি না জানতে চাইলে ডিসি মাসুদ বলেন, “এ ধরনের অভিযোগ আমাদের কাছে নেই। ভুক্তভোগী অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আগামীতে কোনোভাবে মব তৈরি করে বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না। কারও বিষয়ে অভিযোগ থাকলে পুলিশকে জানাতে হবে। যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় আটক হওয়া তিনজনের বিষয়ে ডিসি মাসুদ জানান, তাদের বিরুদ্ধে মামলা না থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মুচলেকায় উল্লেখ রয়েছে, ভবিষ্যতে এ ধরনের কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Share

ঢাকা, ২১ মে ২০২৫: আওয়ামী লীগের দোসরদের ধরিয়ে দেওয়ার নামে মব সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। কারও বিরুদ্ধে তথ্য থাকলে পুলিশকে জানাতে আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ডিসি মাসুদ আলম। হাজারীবাগ এলাকায় দুটি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পর আয়োজিত এই ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “কেউ বিশৃঙ্খলা করলে কিংবা বাড়ি ঘেরাও করে মব তৈরি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের।”

সম্প্রতি ধানমণ্ডিতে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে একটি বাড়ি ঘেরাও করার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ তিনজনকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। আটককারীদের ছাড়িয়ে আনতে থানায় যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

চাঁদা দাবির গুঞ্জন
এ ঘটনার সঙ্গে চাঁদা দাবির সম্পর্ক আছে কি না জানতে চাইলে ডিসি মাসুদ বলেন, “এ ধরনের অভিযোগ আমাদের কাছে নেই। ভুক্তভোগী অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আগামীতে কোনোভাবে মব তৈরি করে বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না। কারও বিষয়ে অভিযোগ থাকলে পুলিশকে জানাতে হবে। যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় আটক হওয়া তিনজনের বিষয়ে ডিসি মাসুদ জানান, তাদের বিরুদ্ধে মামলা না থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মুচলেকায় উল্লেখ রয়েছে, ভবিষ্যতে এ ধরনের কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Share