আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া শেখ হাসিনার জন্য আশীর্বাদ: গোলাম মাওলা রনি - Porikroma News
Connect with us

বাংলাদেশ

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া শেখ হাসিনার জন্য আশীর্বাদ: গোলাম মাওলা রনি

Published

on

গোলাম মাওলা রনি। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করা অনিবার্য ছিল। তবে এ সিদ্ধান্ত যারা নিয়েছে, তারা এর সুফল পাবে না।’

কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে রনি বলেন, ‘বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া দলটির জন্য অভিশাপ নয় বরং আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে শেখ হাসিনার জন্য। কারণ আওয়ামী লীগ নামটা একটা ব্র্যান্ড। আর এই ব্র্যান্ড শেখ হাসিনা নিজের কাছে রাখতে চাইছেন।’

তিনি আরও যোগ করেন, ‘শেখ হাসিনার অনুপস্থিতিতে নতুন আওয়ামী লীগ গঠনের যে আলোচনা চলছিল, সেটাই তাকে বেশি যন্ত্রণা দিচ্ছিল। কিন্তু দল নিষিদ্ধ হলে নেতৃত্বের প্রশ্নে আর বিভাজন থাকে না। দলটি যতদিন নিষিদ্ধ থাকবে, ততদিন নেতাকর্মীরা নানা দলে ছড়িয়ে পড়লেও, আওয়ামী লীগের নাম ব্যবহার করে বড় রাজনৈতিক মঞ্চ তৈরি হবে না।’

রনি বলেন, ‘আওয়ামী লীগ অফিশিয়ালি নিষিদ্ধ হলেও নেতাকর্মীরা যখনই সুযোগ পাবে, আবার একত্রিত হবে। তখন তারা আবার আওয়ামী লীগের ছায়াতলে ফিরবে। ফলে দলের নিয়ন্ত্রণ শেখ হাসিনা এবং তার পরিবারের হাতেই থাকবে। এ কারণেই নিষেধাজ্ঞাটা শেখ হাসিনার জন্য আশীর্বাদ।’

তিনি শেষমেশ উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ নামটা বাংলাদেশের রাজনীতিতে একটি মূল্যবান ব্র্যান্ড। এই ব্র্যান্ড যতদিন শেখ হাসিনার দখলে থাকবে, ততদিন আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা নেই।’

Share

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করা অনিবার্য ছিল। তবে এ সিদ্ধান্ত যারা নিয়েছে, তারা এর সুফল পাবে না।’

কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে রনি বলেন, ‘বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া দলটির জন্য অভিশাপ নয় বরং আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে শেখ হাসিনার জন্য। কারণ আওয়ামী লীগ নামটা একটা ব্র্যান্ড। আর এই ব্র্যান্ড শেখ হাসিনা নিজের কাছে রাখতে চাইছেন।’

তিনি আরও যোগ করেন, ‘শেখ হাসিনার অনুপস্থিতিতে নতুন আওয়ামী লীগ গঠনের যে আলোচনা চলছিল, সেটাই তাকে বেশি যন্ত্রণা দিচ্ছিল। কিন্তু দল নিষিদ্ধ হলে নেতৃত্বের প্রশ্নে আর বিভাজন থাকে না। দলটি যতদিন নিষিদ্ধ থাকবে, ততদিন নেতাকর্মীরা নানা দলে ছড়িয়ে পড়লেও, আওয়ামী লীগের নাম ব্যবহার করে বড় রাজনৈতিক মঞ্চ তৈরি হবে না।’

রনি বলেন, ‘আওয়ামী লীগ অফিশিয়ালি নিষিদ্ধ হলেও নেতাকর্মীরা যখনই সুযোগ পাবে, আবার একত্রিত হবে। তখন তারা আবার আওয়ামী লীগের ছায়াতলে ফিরবে। ফলে দলের নিয়ন্ত্রণ শেখ হাসিনা এবং তার পরিবারের হাতেই থাকবে। এ কারণেই নিষেধাজ্ঞাটা শেখ হাসিনার জন্য আশীর্বাদ।’

তিনি শেষমেশ উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ নামটা বাংলাদেশের রাজনীতিতে একটি মূল্যবান ব্র্যান্ড। এই ব্র্যান্ড যতদিন শেখ হাসিনার দখলে থাকবে, ততদিন আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা নেই।’

Share