দুর্ঘটনা
অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন মিয়া (৫৫) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রতন মিয়া উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সকাল ১০টার দিকে নিজ ঘরে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রতন মিয়া। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রতন মিয়া আজ সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।’
স্থানীয়দের অভিযোগ, বারবার বিদ্যুৎ লাইন ও যন্ত্রপাতি ব্যবহারে সচেতনতার পরও এই ধরনের দুর্ঘটনা ঘটছে।