খেলাধুলা
বিতর্কিত আম্পায়ারিংয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার জয়

বার্বাডোজ টেস্টে বিতর্কিত আম্পায়ারিংয়ের মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে মাত্র ১৮০ রানে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।
ম্যাচজুড়ে আম্পায়ারিং নিয়ে বিতর্ক ছিল তুঙ্গে। বিশেষ করে ট্র্যাভিস হেডের ক্যাচ না দেওয়ার সিদ্ধান্ত ও ক্যামেরন গ্রিনের এলবিডব্লিউ আবেদন বাতিল করা নিয়ে প্রশ্ন উঠে। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে রস্টন চেজ ও শেই হোপের আউট নিয়েও সমালোচনা হয়।
দুই ইনিংসে ফিফটি করা ট্র্যাভিস হেড হন ম্যাচ সেরা। দ্বিতীয় ইনিংসে তার ব্যাটে ৫৬ রান আসে। অস্ট্রেলিয়া ৩১০ রানের লক্ষ্য দাঁড় করালে ১৪১ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
জাস্টিন গ্রিভস (৩৮) ও শামার জোসেফ (২২ বলে ৪৪) শেষ দিকে কিছুটা লড়াই করলেও হার এড়ানো সম্ভব হয়নি।
এই জয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।