আন্তর্জাতিক
অস্ট্রেলিয়ায় ইসরায়েলি এমপির ভিসা বাতিল

ইসরায়েলের রিলিজিয়াস জিওনিজম পার্টির কট্টর ডানপন্থি সংসদ সদস্য সিমচা রোথম্যানের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ান জিউশ অ্যাসোসিয়েশনের (এজেএ) আমন্ত্রণে রোথম্যানের অস্ট্রেলিয়ার কয়েকটি ইহুদি স্কুল ও সিনাগগে বক্তব্য দেওয়ার পাশাপাশি সাম্প্রতিক ইহুদিবিরোধী হামলার শিকারদের সঙ্গে সাক্ষাতের কথা ছিল। তবে ফ্লাইট ধরার কয়েক ঘণ্টা আগে তার ভিসা বাতিল করা হয়। ফলে সফরটি আর হচ্ছে না।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, “দেশে বিভাজনের বীজ ছড়াতে চায় এমন লোকদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি। কেউ যদি ঘৃণা ও বিভেদের বার্তা নিয়ে আসতে চায়, আমরা তাকে এখানে চাই না।”
ভিসা বাতিলের সিদ্ধান্তের সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ক্যানবেরা। তবে ইসরায়েল কিংবা রোথম্যান এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। রোথম্যান ইসরায়েলি পার্লামেন্টের সংবিধান, আইন ও বিচার কমিটির প্রধান এবং বিতর্কিত বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনার অন্যতম প্রধান কারিগর হিসেবে পরিচিত।
এজেএ’র প্রধান রবার্ট গ্রেগরি একে “জঘন্য ইহুদিবিরোধী পদক্ষেপ” আখ্যা দিয়ে অভিযোগ করেন, অস্ট্রেলিয়া সরকার ইহুদি সম্প্রদায় ও ইসরায়েলকে টার্গেট করছে। তিনি আরও জানান, বিষয়টি যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ মহলকেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত জুনে ইসরায়েলপন্থি কর্মী হিলেল ফাল্ড এবং এর আগের বছর সাবেক বিচারমন্ত্রী আইয়েলেত শাকেদের ভিসাও একই কারণে বাতিল করেছিল অস্ট্রেলিয়া। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও অস্ট্রেলিয়ার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বেড়েই চলেছে। আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার, যা নেতানিয়াহু প্রশাসনের তীব্র সমালোচনার মুখে পড়েছে।