জাতীয়
আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় দ্বিতীয় দিনের শুনানি

জুলাই মাসের গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় আন্দোলনকারীকে পুড়িয়ে হত্যাসহ সাতজনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ (বুধবার, ১৩ আগস্ট) অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। শুনানিতে অংশ নিচ্ছেন আসামিপক্ষের আইনজীবীরা।
সকালে মামলার গ্রেপ্তার ৮ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে, গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে প্রসিকিউশন জানায়—৫ আগস্ট হত্যার পর ৫ জনের মরদেহ ও আহত ১ জনকে পুড়িয়ে ফেলা হয় এবং ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে ১ জনকে গুলি করে হত্যা করা হয়। প্রসিকিউশন আরও উল্লেখ করে, মরদেহ পোড়ানোর সময় একজন ভুক্তভোগী জীবিত ছিলেন।
এই মামলায় মোট ১৬ জন আসামি থাকলেও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহাসহ বাকি ৮ জন এখনো পলাতক। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত দুজন আইনজীবী কাজ করছেন।
এদিকে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া আরেকটি মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ তৃতীয় দিনের জন্য সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে।