দুর্ঘটনা
আশুলিয়ায় আগুনে বসতবাড়ি ও গ্যারেজ পুড়ে ছাই

সাভারের আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও অটোরিকশা গ্যারেজ সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও পুড়াতনপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মনসুর আলীর মালিকানাধীন একটি অটোরিকশা গ্যারেজে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের মীর আলীর বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম জানান, অগ্নিকাণ্ডে গ্যারেজ এবং বসতবাড়ির ছয়টি কক্ষ পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হলেও দ্রুত পদক্ষেপে প্রায় ২০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে হতাশা বিরাজ করছে।