‘গণ-অভ্যুত্থানের নায়করা শহীদ, সুবিধা নিচ্ছেন জীবিতরা’ - Porikroma News
Connect with us

বাংলাদেশ

‘গণ-অভ্যুত্থানের নায়করা শহীদ, সুবিধা নিচ্ছেন জীবিতরা’

Published

on

‘গণ-অভ্যুত্থানের নায়করা শহীদ, সুবিধা নিচ্ছেন জীবিতরা’
সংগৃহীত ছবি

রাজনীতি বিশ্লেষক আশরাফ কায়সার বলেছেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের নায়করা শহীদ হয়েছেন, আর যারা বেঁচে আছেন তারা সত্য-মিথ্যা আর উদ্দেশ্যপূর্ণ গল্প সাজিয়ে পদ-পদবি ও রাজনৈতিক সুবিধা নিচ্ছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো-তে তিনি এসব মন্তব্য করেন।

আশরাফ কায়সার বলেন, ‘‘গণ-অভ্যুত্থান বা বিপ্লবের ট্র্যাজেডি হচ্ছে, যারা জীবন দেন, তারা ইতিহাসের পাতায় হারিয়ে যান। আর যাঁরা বেঁচে থাকেন, তারা সেই গল্প বিক্রি করে, নিজেদের সুবিধা আদায় করেন, রাজনীতিতে পদ-পদবি নেন। এ থেকে যত দ্রুত বিরত হওয়া যায়, নিহতদের প্রতি সম্মান জানানো তত দ্রুত হবে।’’

আন্দোলনের ক্রেডিট নিয়ে চলমান টানাটানির বিষয়ে তিনি বলেন, “ওই ১৫৮ জন বা ৫ হাজার জন দিয়ে গণ-অভ্যুত্থান হয়নি। হয়েছিল যখন ৫০ লাখ মানুষ রাস্তায় নেমেছিল। তারা কি জানত কারা শিবির, কারা ছাত্রশক্তি, কে আসিফ, কে মাহফুজ? যদি মানুষ জানত আন্দোলনে স্বাধীনতাবিরোধী শক্তির ছাত্রসংগঠনের নেতৃত্ব, তাহলে কি কেউ তাদের পেছনে দাঁড়াত?”

তিনি আরও বলেন, এখন তারা একে-অপরকে দোষারোপ করছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে। অনেকে বানানো গল্প ছড়াচ্ছে, যা আসলে হয়নি। এভাবে গণ-অভ্যুত্থানের শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে।

Share

রাজনীতি বিশ্লেষক আশরাফ কায়সার বলেছেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের নায়করা শহীদ হয়েছেন, আর যারা বেঁচে আছেন তারা সত্য-মিথ্যা আর উদ্দেশ্যপূর্ণ গল্প সাজিয়ে পদ-পদবি ও রাজনৈতিক সুবিধা নিচ্ছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো-তে তিনি এসব মন্তব্য করেন।

আশরাফ কায়সার বলেন, ‘‘গণ-অভ্যুত্থান বা বিপ্লবের ট্র্যাজেডি হচ্ছে, যারা জীবন দেন, তারা ইতিহাসের পাতায় হারিয়ে যান। আর যাঁরা বেঁচে থাকেন, তারা সেই গল্প বিক্রি করে, নিজেদের সুবিধা আদায় করেন, রাজনীতিতে পদ-পদবি নেন। এ থেকে যত দ্রুত বিরত হওয়া যায়, নিহতদের প্রতি সম্মান জানানো তত দ্রুত হবে।’’

আন্দোলনের ক্রেডিট নিয়ে চলমান টানাটানির বিষয়ে তিনি বলেন, “ওই ১৫৮ জন বা ৫ হাজার জন দিয়ে গণ-অভ্যুত্থান হয়নি। হয়েছিল যখন ৫০ লাখ মানুষ রাস্তায় নেমেছিল। তারা কি জানত কারা শিবির, কারা ছাত্রশক্তি, কে আসিফ, কে মাহফুজ? যদি মানুষ জানত আন্দোলনে স্বাধীনতাবিরোধী শক্তির ছাত্রসংগঠনের নেতৃত্ব, তাহলে কি কেউ তাদের পেছনে দাঁড়াত?”

তিনি আরও বলেন, এখন তারা একে-অপরকে দোষারোপ করছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে। অনেকে বানানো গল্প ছড়াচ্ছে, যা আসলে হয়নি। এভাবে গণ-অভ্যুত্থানের শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে।

Share