সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয় সভা অনুষ্ঠিত - Porikroma News
Connect with us

বাংলাদেশ

সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয় সভা অনুষ্ঠিত

Published

on

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা।
বাংলাদেশ সেনাবাহিনী, শিক্ষা সমন্বয় সভা, ক্যান্টনমেন্ট স্কুল, সেনাবাহিনী স্কুল কলেজ, সেনাবাহিনী শিক্ষা কার্যক্রম, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স, সামরিক শিক্ষা ব্যবস্থা, সেনানিবাস নিউজ, সামরিক ভূমি অধিদপ্তর

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ৬৩টি ক্যান্টনমেন্ট পাবলিক এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। সভায় তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা বিস্তারে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানসমূহের অবদানকে আরও বেগবান করার আহ্বান জানান।

এছাড়াও সভায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের নীতিনির্ধারণী বিষয়সহ সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বিভিন্ন অর্জনের জন্য অধ্যক্ষ ও প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

সভায় প্রধান সমন্বয়ক ও পরিচালক, শিক্ষা পরিদপ্তর; মহাপরিচালক, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Share

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ৬৩টি ক্যান্টনমেন্ট পাবলিক এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। সভায় তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা বিস্তারে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানসমূহের অবদানকে আরও বেগবান করার আহ্বান জানান।

এছাড়াও সভায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের নীতিনির্ধারণী বিষয়সহ সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বিভিন্ন অর্জনের জন্য অধ্যক্ষ ও প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

সভায় প্রধান সমন্বয়ক ও পরিচালক, শিক্ষা পরিদপ্তর; মহাপরিচালক, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Share