হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাস - Porikroma News
Connect with us

বিনোদন

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাস

Published

on

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাস
আদালত চত্বরে অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস

রোববার (১৩ জুলাই) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি। এরপর শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদনের আগ পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অপু বিশ্বাস। জামিনের মেয়াদ শেষের দিকে থাকায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।

অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল জানান, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী অপু বিশ্বাস আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন এবং আদালত সেটি মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, এ মামলায় গত ১৮ মে আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার হন এবং পরে ২০ মে জামিন পান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়। মামলায় অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, আসনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ ১৭ জন তারকা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের ২৮৩ জনকে আসামি করা হয়।

এজাহারে বলা হয়েছে, তারা বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সরকারি অর্থে বিভিন্ন কার্যক্রম চালিয়েছেন এবং আন্দোলন দমনেও ভূমিকা রেখেছেন।

Share

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস

রোববার (১৩ জুলাই) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি। এরপর শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদনের আগ পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অপু বিশ্বাস। জামিনের মেয়াদ শেষের দিকে থাকায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।

অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল জানান, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী অপু বিশ্বাস আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন এবং আদালত সেটি মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, এ মামলায় গত ১৮ মে আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার হন এবং পরে ২০ মে জামিন পান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়। মামলায় অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, আসনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ ১৭ জন তারকা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের ২৮৩ জনকে আসামি করা হয়।

এজাহারে বলা হয়েছে, তারা বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সরকারি অর্থে বিভিন্ন কার্যক্রম চালিয়েছেন এবং আন্দোলন দমনেও ভূমিকা রেখেছেন।

Share