আন্তর্জাতিক
আমিরাতে এইচএসসি পরীক্ষা শুরু ২ কেন্দ্রে

দেশের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) আমিরাতের রাজধানী আবুধাবি ও উত্তর আমিরাতের রাস আল খাইমায় দুটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রথম পরীক্ষায় ৪৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩১ জন বিজ্ঞান বিভাগের এবং ৬ জন বিজনেস স্টাডিস বিভাগের শিক্ষার্থী।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কিরণ আক্তার জানান, ৩৭ জন নিয়মিত ও ৬ জন অনিয়মিত পরীক্ষার্থী ছিল। এদিন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলার মোহাম্মদ উল্লাহ খাঁন কেন্দ্রটি পরিদর্শন করেন এবং ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, বাংলাদেশ কনসুলেটের তত্ত্বাবধানে রাস আল খাইমা বাংলাদেশ ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ৩০ জন পরীক্ষার্থী অংশ নেয়। প্রতিষ্ঠানটির জ্যৈষ্ঠ শিক্ষক আবু তাহের মোহাম্মদ শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুই কেন্দ্রেই কঠোর নিরাপত্তা ও পরীক্ষার পরিবেশ বজায় রাখা হয়েছে।