Connect with us

বাংলাদেশ

সংসদ নির্বাচনে জামায়াতের মনোনয়ন পেলেন আমীর হামজা

Published

on

আসনে জামায়াতের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমীর হামজা।
ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমীর হামজা।

রবিবার (২৫ মে) কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটরিয়ামে জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তার নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।

এ সময় মোবারক হোসেন বলেন, “কুষ্টিয়া-৩ আসনের মধ্য দিয়ে ৩০০ আসনের প্রায় অধিকাংশ প্রার্থী ঘোষণা সম্পন্ন হলো। তবে আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, সংস্কার ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি ছাড়া জামায়াত ইসলামী কোনো নির্বাচন মেনে নেবে না। আমরা একটি নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চাই।”

মুফতি আমীর হামজাকে নিয়ে তিনি বলেন, “আমরা যে প্রার্থী দিয়েছি তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত ইসলামী চিন্তাবিদ।”

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস, অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন, এবং উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, ছাত্রশিবিরের শহর সভাপতি সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদ প্রমুখ।

Share

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমীর হামজা।

রবিবার (২৫ মে) কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটরিয়ামে জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তার নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।

এ সময় মোবারক হোসেন বলেন, “কুষ্টিয়া-৩ আসনের মধ্য দিয়ে ৩০০ আসনের প্রায় অধিকাংশ প্রার্থী ঘোষণা সম্পন্ন হলো। তবে আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, সংস্কার ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি ছাড়া জামায়াত ইসলামী কোনো নির্বাচন মেনে নেবে না। আমরা একটি নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চাই।”

মুফতি আমীর হামজাকে নিয়ে তিনি বলেন, “আমরা যে প্রার্থী দিয়েছি তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত ইসলামী চিন্তাবিদ।”

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস, অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন, এবং উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, ছাত্রশিবিরের শহর সভাপতি সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদ প্রমুখ।

Share