আন্তর্জাতিক
আমেরিকায় চুরি করতে গিয়ে ধরা ভারতীয় নারী, তোলপাড়

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি খুচরা দোকানে চুরির চেষ্টাকালে এক ভারতীয় নারীকে আটক করেছে পুলিশ। প্রায় ১,৩০০ ডলারের (প্রায় দেড় লাখ টাকা) পণ্য নিয়ে কোনো মূল্য পরিশোধ না করে বেরিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। ঘটনাটি ঘটে খ্যাতনামা খুচরা বিক্রেতা চেইন ‘টার্গেট’-এর একটি স্টোরে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই নারী পর্যটক হিসেবে আমেরিকায় আসেন এবং স্টোরে সাত ঘণ্টারও বেশি সময় ধরে ঘোরাঘুরি করছিলেন। বিভিন্ন পণ্য সংগ্রহ করে তিনি কোনো পেমেন্ট ছাড়াই স্টোরের পশ্চিম দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে।
বডিক্যামেরা ফুটেজে দেখা যায়, তিনি ফোনে কারও সঙ্গে পরামর্শ করে বিভিন্ন পণ্য নিচ্ছিলেন। পুলিশ তাকে জিজ্ঞাসা করে, “আপনার দেশে—ভারতে কি জিনিস চুরি বৈধ?” উত্তরে তিনি বলেন, “আমি এই দেশের নাগরিক নই, স্থায়ীভাবে থাকবও না। দুঃখিত যদি আপনাদের বিরক্ত করে থাকি।”
ঘটনার পর তার বিরুদ্ধে ফেলোনি (Felony) বা গুরুতর অপরাধের অভিযোগ আনা হচ্ছে। যদিও তাকে এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়নি।
এই ঘটনার ভিডিও ইউটিউবে প্রকাশের পর তা ভাইরাল হয়ে পড়ে। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন অপরাধ শুধু ব্যক্তির নয়, গোটা দেশের সম্মান ক্ষুণ্ণ করে।
এ ঘটনায় এখনও পর্যন্ত টার্গেট কর্তৃপক্ষ বা স্থানীয় পুলিশ বিভাগ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।