‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’ – প্রধান উপদেষ্টার প্রেস সচিব - Porikroma News
Connect with us

জাতীয়

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’ – প্রধান উপদেষ্টার প্রেস সচিব

Published

on

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’ – প্রধান উপদেষ্টার প্রেস সচিব
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : পিআইডি

আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে। সরকার তাদের পছন্দের লোকদের এ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল।”

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম আরও জানান, বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত আনতে কয়েক বছর সময় লাগবে। বাংলাদেশ ব্যাংক, দুদক, এনবিআর ও সিআইডি সমন্বিতভাবে বিষয়টি নিয়ে কাজ করছে। বিদেশে প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদ শনাক্ত হলেও আইনি জটিলতার কারণে তা দ্রুত ফেরত আনা সম্ভব হচ্ছে না।

সংস্কার কমিশন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে ১০টি সংস্কার কমিশনের ৩৬৭টি সুপারিশ বাস্তবায়ন ছাড়াও মন্ত্রণালয়গুলো তাদের নিজস্ব উদ্যোগে আরও অনেক সংস্কার করেছে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।

Share

আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে। সরকার তাদের পছন্দের লোকদের এ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল।”

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম আরও জানান, বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত আনতে কয়েক বছর সময় লাগবে। বাংলাদেশ ব্যাংক, দুদক, এনবিআর ও সিআইডি সমন্বিতভাবে বিষয়টি নিয়ে কাজ করছে। বিদেশে প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদ শনাক্ত হলেও আইনি জটিলতার কারণে তা দ্রুত ফেরত আনা সম্ভব হচ্ছে না।

সংস্কার কমিশন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে ১০টি সংস্কার কমিশনের ৩৬৭টি সুপারিশ বাস্তবায়ন ছাড়াও মন্ত্রণালয়গুলো তাদের নিজস্ব উদ্যোগে আরও অনেক সংস্কার করেছে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।

Share