বাংলাদেশ
পরিবারসহ আখতার হোসেনকে হত্যার হুমকি

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার ডাকযোগে তাঁর গ্রামের বাড়িতে একটি চিঠির মাধ্যমে এ হুমকি পাঠানো হয়। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে আখতার হোসেন নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে এবং আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে।”
ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।