আন্তর্জাতিক
দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার প্লেনে আগুন

ভারতের রাজধানী দিল্লির বিমানবন্দরে অবতরণের পর ভয়াবহ এক ঘটনার মুখোমুখি হলো এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। হংকং থেকে আসা এআই৩১৫ ফ্লাইটটি দিল্লিতে নিরাপদে অবতরণ করার পরই প্লেনের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) হঠাৎ আগুন ধরে যায়।
ঘটনার সময় যাত্রীরা বিমান থেকে নামছিলেন। ঠিক তখনই প্লেনের ইঞ্জিনের এপিইউ ইউনিটে আগুন দেখা দেয়। তবে সৌভাগ্যবশত আগুন দ্রুত স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা সবাই নিরাপদেই নেমে আসেন বলে নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি কারিগরি ত্রুটি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্লেনটিতে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত মাসেই আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় পড়েছিল এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইট, যেখানে প্রাণ হারান ২৬০ জন। এরপর থেকে একাধিকবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কারিগরি ত্রুটির খবর এসেছে।
সবশেষ সোমবার দিল্লি-কলকাতা রুটে এআই ২৪০৩ ফ্লাইটটির যাত্রাও বাতিল করা হয়, উড্ডয়নের ঠিক আগমুহূর্তে রানওয়েতে পাইলট আচমকা ব্রেক কষে প্লেন থামিয়ে দেন।
এই সব ঘটনায় এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে উঠছে প্রশ্ন।