খেলাধুলা
তিন অভিযোগে আবারও বিসিবিতে দুদক অভিযান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফের অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (১৭ মে) দুপুরে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে অভিযান চালিয়ে বিভিন্ন নথি সংগ্রহ করেছে দুদকের চার সদস্যের একটি দল।
দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ জানান, অভিযান চালানো হয়েছে মূলত তিনটি অভিযোগের ভিত্তিতে। এর মধ্যে রয়েছে—তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাই প্রক্রিয়ায় অনিয়ম, বিসিবির গঠনতন্ত্র লঙ্ঘন এবং আর্থিক লেনদেনে অসঙ্গতির অভিযোগ।
তৃতীয় বিভাগে অংশ নিতে এতদিন ক্লাবগুলোর কাছ থেকে ৫ লাখ টাকা করে এন্ট্রি ফি নেওয়া হতো। অভিযোগ রয়েছে, এই তুলনামূলক ছোট পরিসরের টুর্নামেন্টের বাছাই ও ব্যবস্থাপনায় নানাবিধ অনিয়ম রয়েছে। এ বিষয়ে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস)-এর কাছে বিস্তারিত তথ্য চেয়েছে দুদক।
এছাড়া, বিসিবির এফডিআরের অর্থ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তরের সময় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে।
দুদকের অনুসন্ধান চলমান। এর আগে ২৭টি অভিযোগের ভিত্তিতে বিসিবির কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়া হয়েছিল। এর মধ্যে রয়েছে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ, বিদেশি কোচ নিয়োগ, আইসিসি ও এসিসি থেকে প্রাপ্ত লভ্যাংশ, বিপিএলের ব্যয় বিবরণ, সম্মানী প্রদান এবং অডিট প্রতিবেদন সংক্রান্ত রেকর্ডপত্র।
এই ধারাবাহিক অনুসন্ধানে বোর্ডের স্বচ্ছতা নিয়ে আরও প্রশ্ন উঠছে। তৃতীয় বিভাগের মতো অপেক্ষাকৃত নিচু স্তরের টুর্নামেন্টকেও তদন্তের আওতায় আনা প্রমাণ করে যে, বিসিবির কার্যক্রমের প্রতিটি স্তরেই এখন নজরদারি চলছে।
বাংলাদেশের সবচেয়ে আলোচিত ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে বিসিবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গোটা ক্রীড়াঙ্গনের জন্যই উদ্বেগের বিষয়। এখন দেখার পালা, দুদকের তদন্ত কোনদিকে গড়ায়।