আবু জাহেল কি মহানবী (সা.)-এর চাচা ছিলেন? - Porikroma News
Connect with us

ইতিহাস

আবু জাহেল কি মহানবী (সা.)-এর চাচা ছিলেন?

Published

on

আবু জাহেল কি মহানবী (সা.)-এর চাচা ছিলেন?
প্রতীকী ছবি

ইতিহাসে এমন কিছু নাম রয়েছে, যেগুলোর উচ্চারণেই ঘৃণার ছায়া নামে। ঠিক তেমনই এক নাম আবু জাহেল। ইসলামের ইতিহাসের এই কুখ্যাত ব্যক্তিটি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চরম শত্রু এবং ইসলামবিরোধী। তবে অনেকেই ভুলক্রমে আবু জাহেলকে মহানবী (সা.)-এর চাচা মনে করেন।

আসল সত্য হলো, আবু জাহেল কখনোই মহানবী (সা.)-এর চাচা ছিলেন না। আবু লাহাব ছিলেন মহানবী (সা.)-এর আপন চাচা, যিনি ইসলামবিরোধী কাজের জন্য ‘তাব্বত’ সূরায় ধিকৃত হয়েছেন। কিন্তু আবু জাহেল কুরাইশ গোত্রের বনী মাখযূম শাখার সদস্য ছিলেন।

তার পূর্ণ নাম ছিল আমর ইবনু হিশাম ইবনু মুগীরাহ ইবনু আবদুল্লাহ ইবনু উমার ইবনু মাখযূম। ইসলামের দুশমনদের মধ্যে অন্যতম এই ব্যক্তিকে “উম্মতের ফিরআউন” বলা হয়।

বিশ্ববিখ্যাত হাদীস-ব্যাখ্যাগ্রন্থ ‘উমদাতুল কারী’ (খণ্ড ১৭, পৃষ্ঠা ৮৪)-তে স্পষ্টভাবে উল্লেখ আছে— আবু জাহেল ছিলেন মহানবী (সা.)-এর রক্তসম্পর্কীয় আত্মীয় নন। তিনি ছিলেন ইসলামের দাওয়াতের কট্টর বিরোধী এবং মহানবী (সা.)-এর জানের শত্রু।

আল্লাহ তায়ালা আমাদের সঠিক ইতিহাস জানার তাওফিক দিন এবং সত্য-মিথ্যার পার্থক্য বোঝার যোগ্যতা দান করুন।

আমিন।

Share

ইতিহাসে এমন কিছু নাম রয়েছে, যেগুলোর উচ্চারণেই ঘৃণার ছায়া নামে। ঠিক তেমনই এক নাম আবু জাহেল। ইসলামের ইতিহাসের এই কুখ্যাত ব্যক্তিটি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চরম শত্রু এবং ইসলামবিরোধী। তবে অনেকেই ভুলক্রমে আবু জাহেলকে মহানবী (সা.)-এর চাচা মনে করেন।

আসল সত্য হলো, আবু জাহেল কখনোই মহানবী (সা.)-এর চাচা ছিলেন না। আবু লাহাব ছিলেন মহানবী (সা.)-এর আপন চাচা, যিনি ইসলামবিরোধী কাজের জন্য ‘তাব্বত’ সূরায় ধিকৃত হয়েছেন। কিন্তু আবু জাহেল কুরাইশ গোত্রের বনী মাখযূম শাখার সদস্য ছিলেন।

তার পূর্ণ নাম ছিল আমর ইবনু হিশাম ইবনু মুগীরাহ ইবনু আবদুল্লাহ ইবনু উমার ইবনু মাখযূম। ইসলামের দুশমনদের মধ্যে অন্যতম এই ব্যক্তিকে “উম্মতের ফিরআউন” বলা হয়।

বিশ্ববিখ্যাত হাদীস-ব্যাখ্যাগ্রন্থ ‘উমদাতুল কারী’ (খণ্ড ১৭, পৃষ্ঠা ৮৪)-তে স্পষ্টভাবে উল্লেখ আছে— আবু জাহেল ছিলেন মহানবী (সা.)-এর রক্তসম্পর্কীয় আত্মীয় নন। তিনি ছিলেন ইসলামের দাওয়াতের কট্টর বিরোধী এবং মহানবী (সা.)-এর জানের শত্রু।

আল্লাহ তায়ালা আমাদের সঠিক ইতিহাস জানার তাওফিক দিন এবং সত্য-মিথ্যার পার্থক্য বোঝার যোগ্যতা দান করুন।

আমিন।

Share