বাংলাদেশ
আবরার হত্যার ৬ বছরেও বিচার হয়নি: বাবার অভিযোগ

ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নিহত আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ছয় বছর পেরিয়ে গেলেও এখনো পূর্ণ বিচার হয়নি বলে মন্তব্য করেছেন তার বাবা বরকত উল্লাহ।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্যকালে তিনি এ অভিযোগ করেন।
বরকত উল্লাহ বলেন, “২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আমার ছেলে আবরার ফাহাদকে বুয়েটের শেরেবাংলা হলে রাতভর নির্যাতন করে হত্যা করা হয়। তার একমাত্র অপরাধ ছিল দেশের পক্ষে কথা বলা। ভারতীয় আধিপত্য ও সরকারের সঙ্গে গোপন চুক্তির বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। এজন্য তাকে হত্যা করা হয়।”
তিনি বলেন, “আজ ছয় বছর পার হয়ে গেছে, আমি এখনো ন্যায়বিচার পাইনি। আমি দেশের বিবেকবান মানুষের কাছে বিচার চাই।”
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে এখনো র্যাগিংয়ের মতো অপরাধ চলমান। র্যাগিংয়ের শিকার হয়ে যারা মারা গেছে, তাদের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। এ নিয়ে একটি রাষ্ট্রীয় তালিকা তৈরির আহ্বান জানান তিনি।
জামায়াতের জাতীয় সমাবেশে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং জুলাই-আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে নির্বাচনী সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনের ডাক দেন দলটির আমির ডা. শফিকুর রহমান।