মতামত
শেখ হাসিনার চাইতে নির্দয় নারী ঘাতক নেই : এবি পার্টি

জুলাই মাসের গণহত্যা ও দমন–পীড়নের নৃশংসতার বিরুদ্ধে এক চিত্র প্রদর্শনী ও প্রতিবাদ সভা করেছে এবি পার্টি। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, “বিশ্বে শেখ হাসিনার মতো নির্দয় নারী ঘাতক আর কেউ নেই। জুলাইয়ের ৩৬ দিনের গণহত্যা পৃথিবীর যেকোনো পৈশাচিক দুঃশাসনের ইতিহাসকে হার মানিয়েছে।”
বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘কোটা না মেধা: এক রক্তস্নাত অধিকারের সংগ্রাম’ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। ১৩ জুলাই পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে শহীদদের পরিবার, রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, এবি পার্টির নেতা দিদারুল আলম, হেলাল উদ্দিন, এবং যুগ্ম সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ ভূঁইয়াসহ অনেকে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, রাষ্ট্র সংস্কার না হলে দেশ আবারও অন্ধকার ফ্যাসিবাদের কবলে পড়বে।
শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে হত্যার বিচার দাবি করেন। শহীদ জিসানের মা বলেন, “আমি খুনি হাসিনার বিচার চাই।”
এবি পার্টির এই কর্মসূচি ৩৬ দিনব্যাপী চলবে।