সর্বশেষ
জিএম কাদের ও স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ও তার স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহীম মিয়া এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের আবেদনে বলা হয়, মনোনয়ন বাণিজ্য ও দলীয় পদ বাণিজ্যের মাধ্যমে জিএম কাদের বিপুল অর্থ সংগ্রহ করেছেন এবং বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে তাদের বিদেশযাত্রা বন্ধের আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নের জন্য ১৮ কোটি ১০ লাখ টাকার ঘুষ নেওয়া হয়। এর মূল সুবিধাভোগী ছিলেন জিএম কাদের। অর্থ পরিশোধে জটিলতা সৃষ্টি হলে অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরীকে পদ থেকে বরখাস্ত করা হয় এবং তার স্থলাভিষিক্ত হন শেরীফা কাদের।
এছাড়া অভিযোগে বলা হয়, জিএম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন এবং বর্তমানে ৩০১ সদস্যের পরিবর্তে ৬০০–৬৫০ জনকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন, যা পদ বাণিজ্যের প্রমাণ।
দুদকের মতে, ক্ষমতার অপব্যবহার করে তারা বিপুল সম্পদ অর্জন করেছেন এবং বিদেশে গেলে ফেরার সম্ভাবনা কম। তাই জিএম কাদের ও শেরীফা কাদেরের বিদেশযাত্রা রহিত করা হয়েছে।