অপরাধ
হোটেলে নিয়ে তরুণীকে ধর্ষণ, সাবেক সমন্বয়কের বিরুদ্ধে মামলা

কুমিল্লার তিতাসে বেড়াতে যাওয়ার কথা বলে এক তরুণীকে কোমল পানীয়তে নেশাদ্রব্য মিশিয়ে অচেতন করে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে নূর মোহাম্মদ নামে এক সাবেক সমন্বয়কের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১ আগস্ট) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ভুক্তভোগী ওই তরুণী মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত নূর মোহাম্মদ তিতাস উপজেলার কালাচান কান্দি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে এবং তিনি বিলুপ্ত হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির তিতাস উপজেলা সমন্বয়ক ছিলেন। মামলায় অভিযোগ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তরুণীকে উত্ত্যক্ত করতেন নূর মোহাম্মদ। গত ১৬ জুলাই দুপুরে আত্মীয়ের বাড়ি যাওয়ার নাম করে তরুণীকে মাইক্রোবাসে তুলে কোমল পানীয় পান করানোর পর অচেতন করে অজ্ঞাত একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে তাকে বাড়ির সামনে ফেলে রেখে যান।
ভুক্তভোগী বলেন, “নূর মোহাম্মদ আমার জীবন তছনছ করে দিয়ে এখন উল্টো অপপ্রচার চালাচ্ছে। আমি ন্যায় বিচার চাই।” তবে অভিযুক্তের মোবাইলে একাধিকবার কল ও বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি।
বাদীর আইনজীবী মুহাম্মদ ওমর শরীফ বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সুষ্ঠু তদন্তে ভিকটিম অবশ্যই ন্যায়বিচার পাবেন।