জুলাই সনদে এনসিপির মতামত জমা - Porikroma News
Connect with us

রাজনীতি

জুলাই সনদে এনসিপির মতামত জমা

Published

on

জুলাই সনদে এনসিপির মতামত জমা
ছবি : সংগৃহীত

জুলাই সনদের খসড়া পর্যালোচনা করে নিজেদের মতামত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মতামত জমা দেওয়া হয়। এর আগে রাজনৈতিক দলগুলোর অনুরোধে মতামত দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় গত বুধবার বিএনপি তাদের মতামত কমিশনের কাছে জমা দেয়; একই দিনে আরও পাঁচটি রাজনৈতিক দলও মতামত পাঠায়। এরপর গতকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামী তাদের মতামত জমা দেয়। একই দিনে জেএসডি, খেলাফত মজলিস, মার্ক্সবাদী বাসদসহ মোট ১১টি রাজনৈতিক দল ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর চূড়ান্ত খসড়া নিয়ে মতামত পেশ করে। উল্লেখ্য, গত শনিবার জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্ত খসড়া পাঠিয়ে ২০ আগস্টের মধ্যে মতামত দিতে অনুরোধ করেছিল। এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার মোহনগঞ্জে এক মতবিনিময় সভায় বলেন, জনগণের অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনো অপশক্তির সঙ্গে আপোষ করা হবে না; সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঐক্য ধরে রাখতে হবে।

Share

জুলাই সনদের খসড়া পর্যালোচনা করে নিজেদের মতামত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মতামত জমা দেওয়া হয়। এর আগে রাজনৈতিক দলগুলোর অনুরোধে মতামত দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় গত বুধবার বিএনপি তাদের মতামত কমিশনের কাছে জমা দেয়; একই দিনে আরও পাঁচটি রাজনৈতিক দলও মতামত পাঠায়। এরপর গতকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামী তাদের মতামত জমা দেয়। একই দিনে জেএসডি, খেলাফত মজলিস, মার্ক্সবাদী বাসদসহ মোট ১১টি রাজনৈতিক দল ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর চূড়ান্ত খসড়া নিয়ে মতামত পেশ করে। উল্লেখ্য, গত শনিবার জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্ত খসড়া পাঠিয়ে ২০ আগস্টের মধ্যে মতামত দিতে অনুরোধ করেছিল। এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার মোহনগঞ্জে এক মতবিনিময় সভায় বলেন, জনগণের অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনো অপশক্তির সঙ্গে আপোষ করা হবে না; সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঐক্য ধরে রাখতে হবে।

Share