আন্তর্জাতিক
ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে দেশ ছাড়ার মতো অবস্থায় তারকা খেলোয়াড়

গত ডিসেম্বর থেকে সার্বিয়ায় সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এই আন্দোলনে প্রকাশ্যে সমর্থন জানিয়ে বিপাকে পড়েছেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ায় দেশটির একাধিক গণমাধ্যম তাকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়েছে।
জোকোভিচের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি সার্বিয়ার জন্য কোনো অবদান রাখেননি। প্রশাসন তার গতিবিধির ওপর নজরদারি করছে। ফলে নিজ দেশেই আর নিরাপদ মনে করছেন না ৩৮ বছর বয়সী এই তারকা। গুঞ্জন রয়েছে, পরিবারের নিরাপত্তা ও ভবিষ্যতের কথা ভেবে তিনি গ্রিসে চলে যেতে পারেন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর জোকোভিচ শিরোপাটি ছাত্র আন্দোলনে নিহত এক শিক্ষার্থীকে উৎসর্গ করেছিলেন। এমনকি বেলগ্রেড বাস্কেটবল ডার্বি দেখতে গিয়ে ‘স্টুডেন্টস অ্যান্ড চ্যাম্পিয়ন্স’ লেখা টি-শার্ট পরে অংশ নেন তিনি।