আন্তর্জাতিক
গাজায় দুর্ভিক্ষ শুরু, হামলার প্রস্তুতিতে ইসরায়েল

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় আনুষ্ঠানিকভাবে ‘দুর্ভিক্ষ’ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি। শুক্রবার (২২ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গাজা সিটি এবং আশপাশের মানুষ এখন খাবারের অভাবে অনাহার ও চরম দরিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছেন।
আইপিসি গাজাকে তাদের সর্বোচ্চ ধাপ অর্থাৎ ‘পঞ্চম ধাপে’ শ্রেণিবদ্ধ করেছে, যা সরাসরি দুর্ভিক্ষের প্রতীক। সতর্ক করা হয়েছে যে, সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর এল-বালাহ ও খান ইউনুসেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। সে ক্ষেত্রে পুরো গাজায় প্রায় ৫ লাখ মানুষ দুর্ভিক্ষে আক্রান্ত হবেন।
বর্তমানে গাজার মোট জনসংখ্যার ৫৪ শতাংশ (১০ লাখের বেশি) খাদ্য জরুরি অবস্থায় আছেন। আরও ২০ শতাংশ মানুষ খাদ্য সংকটের ঝুঁকিতে আছেন।
এমন পরিস্থিতিতে গাজার ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তারা হুমকি দিচ্ছে, গাজা সিটিকে মাটির সঙ্গে ধসিয়ে দেবে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসন ও অবরোধের কারণে গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ দেখা দিয়েছে।