আন্তর্জাতিক
জাহান্নামের দরজা খুলবে : ইসরায়েল

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, গাজায় হামাসের জন্য শিগগিরই জাহান্নামের দরজা খুলে যাবে। তিনি জানান, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার ইতোমধ্যে গাজা শহর দখলের জন্য আইডিএফের পরিকল্পনা অনুমোদন করেছে।
কাটজের ভাষ্য অনুযায়ী, হামাস যদি ইসরায়েলের শর্তে আত্মসমর্পণ না করে তবে গাজা শহর রাফাহ ও বেইত হানুনের মতো ধ্বংসস্তূপে পরিণত হবে। উল্লেখ্য, ইসরায়েলের সামরিক অভিযান “গিডিওন চ্যারিওটস” দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে এবং গাজা সিটির উপকণ্ঠে নিয়ন্ত্রণ নিয়েছে আইডিএফ।
এদিকে, সেপ্টেম্বর থেকে আরও ৬০ হাজার রিজার্ভ সেনা ডাকা হয়েছে। উত্তর গাজার কয়েকটি এলাকা থেকে নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অভিযানের মধ্যেই সীমিত আকারে মানবিক সহায়তা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে সেনাবাহিনী।
সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে মুখপাত্র জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্ব নেবে।