হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন - Porikroma News
Connect with us

জাতীয়

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

Published

on

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন
আসাদউদ্দিন ওয়েইসি ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের হায়দরাবাদের এমপি ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি মন্তব্য করেছেন, যদি ভারতের সরকার সত্যিই দেশ থেকে “অবৈধ বাংলাদেশিদের” ফেরত পাঠাতে চায়, তাহলে প্রথমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ফেরত পাঠানো উচিত।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ওয়েইসি এ মন্তব্য করেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন রেখে বলেন, “আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) দেশে রাখছি? তাকেও ফেরত পাঠানো হোক। তিনিও তো বাংলাদেশি, তাই না?”

ওয়েইসি আরও বলেন, ঢাকায় জনপ্রিয় গণঅভ্যুত্থান ঘটে গেছে, ভারতকে সেটি মেনে নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। অথচ ভারতে একজন বাংলাদেশিকে রাখা হয়েছে, যিনি বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করছেন।

তিনি অভিযোগ করেন, ভারতে বাংলা ভাষায় কথা বললেই অনেককে বাংলাদেশি বলা হচ্ছে। এ থেকে বোঝা যায়, এখানে বিদেশাতঙ্ক কাজ করছে। বিহারের ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় অনেক মুসলিম ভোটার বাদ পড়ার আশঙ্কা সম্পর্কেও তিনি সতর্ক করেন।

গাজায় চলমান যুদ্ধ প্রসঙ্গ টেনে ওয়েইসি মোদি সরকারের নীরবতার সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সরকার নীরব থেকে ইসরায়েলকে সমর্থন করছে এবং নেতানিয়াহুর সরকারকে গণহত্যায় সহায়তা দিচ্ছে।

Share

ভারতের হায়দরাবাদের এমপি ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি মন্তব্য করেছেন, যদি ভারতের সরকার সত্যিই দেশ থেকে “অবৈধ বাংলাদেশিদের” ফেরত পাঠাতে চায়, তাহলে প্রথমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ফেরত পাঠানো উচিত।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ওয়েইসি এ মন্তব্য করেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন রেখে বলেন, “আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) দেশে রাখছি? তাকেও ফেরত পাঠানো হোক। তিনিও তো বাংলাদেশি, তাই না?”

ওয়েইসি আরও বলেন, ঢাকায় জনপ্রিয় গণঅভ্যুত্থান ঘটে গেছে, ভারতকে সেটি মেনে নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। অথচ ভারতে একজন বাংলাদেশিকে রাখা হয়েছে, যিনি বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করছেন।

তিনি অভিযোগ করেন, ভারতে বাংলা ভাষায় কথা বললেই অনেককে বাংলাদেশি বলা হচ্ছে। এ থেকে বোঝা যায়, এখানে বিদেশাতঙ্ক কাজ করছে। বিহারের ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় অনেক মুসলিম ভোটার বাদ পড়ার আশঙ্কা সম্পর্কেও তিনি সতর্ক করেন।

গাজায় চলমান যুদ্ধ প্রসঙ্গ টেনে ওয়েইসি মোদি সরকারের নীরবতার সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সরকার নীরব থেকে ইসরায়েলকে সমর্থন করছে এবং নেতানিয়াহুর সরকারকে গণহত্যায় সহায়তা দিচ্ছে।

Share