আন্তর্জাতিক
২৪ ঘণ্টায় গাজায় ৫৬ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু আরও ৩

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২২ জন মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান। এছাড়া অনাহারে মৃত্যু হয়েছে আরও তিনজন ফিলিস্তিনির। এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মাঠের প্রতিবেদকরা জানিয়েছেন, গাজা সিটিতে ইসরায়েলি হামলা ভয়াবহভাবে তীব্র হয়েছে। আবাসিক এলাকাগুলোতে সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হচ্ছে।
অন্যদিকে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দিদের স্বজনরা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন, সরকার হামাসের অনুমোদিত যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করেছে। এ পদক্ষেপকে তারা “ইসরায়েলি পরিবার ও জনগণের হৃদয়ে ছুরিকাঘাত” বলে অভিহিত করেছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬২ হাজার ১২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১ লাখ ৫৬ হাজার ৭৫৮ জন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হন অন্তত ১ হাজার ১৩৯ জন এবং ২০০’রও বেশি মানুষকে বন্দি করা হয়।