ইসরায়েলের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

ইসরায়েলের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা

Published

on

ইসরায়েলের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা
ছবি : সংগৃহীত

ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাজান তেল শোধনাগারে আঘাত হানে। এতে তিনজন নিহত হয়। গত ১৭ জুন এ ঘটনা ঘটে।

যদিও সোমবার (১৮ আগস্ট) বার্তাসংস্থা মেহের প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর প্রকাশ হয়।

ইসরায়েলের সংবাদমাধ্যম হিব্রু ডেইলি–র বরাতে বলা হয়েছে, ভোরের আগে ক্ষেপণাস্ত্রটি শোধনাগারে আঘাত হানে। এতে ভেতরের একটি কক্ষে অবস্থানরত তিনজন ধ্বংসস্তূপ ও আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণ হারান।

এ হামলায় ইসরায়েলের জ্বালানি স্থাপনা ও আলোকসজ্জা ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়। বাজান কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সব স্থাপনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামী কয়েক মাসে ধীরে ধীরে উৎপাদনে ফিরবে।

কোম্পানিটি ধারণা করছে, হামলায় প্রায় ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

প্রসঙ্গত, দখলদার ইসরায়েল ১৩ জুন থেকে টানা ১২ দিন ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান হামলা চালায়। এর জবাবে ইরানি সামরিক বাহিনী “ট্রু প্রমিজ-৩” অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডজুড়ে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এছাড়া, মার্কিন হামলার জবাবে ইরানি বাহিনী কাতারের আল উদেইদ এয়ারবেসে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। অবশেষে ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হয়।

Share

ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাজান তেল শোধনাগারে আঘাত হানে। এতে তিনজন নিহত হয়। গত ১৭ জুন এ ঘটনা ঘটে।

যদিও সোমবার (১৮ আগস্ট) বার্তাসংস্থা মেহের প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর প্রকাশ হয়।

ইসরায়েলের সংবাদমাধ্যম হিব্রু ডেইলি–র বরাতে বলা হয়েছে, ভোরের আগে ক্ষেপণাস্ত্রটি শোধনাগারে আঘাত হানে। এতে ভেতরের একটি কক্ষে অবস্থানরত তিনজন ধ্বংসস্তূপ ও আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণ হারান।

এ হামলায় ইসরায়েলের জ্বালানি স্থাপনা ও আলোকসজ্জা ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়। বাজান কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সব স্থাপনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামী কয়েক মাসে ধীরে ধীরে উৎপাদনে ফিরবে।

কোম্পানিটি ধারণা করছে, হামলায় প্রায় ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

প্রসঙ্গত, দখলদার ইসরায়েল ১৩ জুন থেকে টানা ১২ দিন ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান হামলা চালায়। এর জবাবে ইরানি সামরিক বাহিনী “ট্রু প্রমিজ-৩” অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডজুড়ে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এছাড়া, মার্কিন হামলার জবাবে ইরানি বাহিনী কাতারের আল উদেইদ এয়ারবেসে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। অবশেষে ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হয়।

Share