অপরাধ
সাতক্ষীরায় শ্রেণিকক্ষে শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

পরিক্রমা ডেস্কঃ সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে শ্রেণিকক্ষে এক ছাত্রীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা শনিবার (১৬ আগস্ট) বিদ্যালয় থেকে শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাস শেষে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় এক ছাত্রীকে নিয়ে দীর্ঘ ৩৭ মিনিট অবস্থান করেন শফিকুর রহমান। বিষয়টি স্থানীয়দের নজরে এলে রবিউল ইসলাম নামের এক ইউপি সদস্য প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। কিন্তু অভিযোগের প্রতিকার না মেলায় ক্ষুব্ধ জনতা শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেয়।
ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, এর আগেও ওই শিক্ষক অনৈতিক কর্মকাণ্ডের চেষ্টা করেছিলেন। স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলেন।
এর আগে শফিকুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানি, প্রশ্ন ফাঁস ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। এ নিয়ে গত ২৬ মে শিক্ষার্থী ও স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন।
অভিযোগ অস্বীকার করে শফিকুর রহমান বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুল বলেন, “আমি বিদ্যালয়ে এসে ঘটনাটি শুনেছি। তবে লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই শোকজ করে ব্যবস্থা নেওয়া হবে। তবে শিক্ষককে এভাবে বিদ্যালয় থেকে বের করে দেওয়া একেবারেই অপ্রত্যাশিত এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।”