বেকারির নাস্তা থেকে বের হলো সাপ, চাঞ্চল্য তেলেঙ্গানায় - Porikroma News
Connect with us

জাতীয়

বেকারির নাস্তা থেকে বের হলো সাপ, চাঞ্চল্য তেলেঙ্গানায়

Published

on

বেকারির নাস্তা থেকে বের হলো সাপ, চাঞ্চল্য তেলেঙ্গানায়
ছবি : সংগৃহীত

তেলেঙ্গানার মাহাবুবনগর জেলায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। শ্রীশৈলা নামের এক নারী স্থানীয় জাডচারলা পৌরসভার আইয়েঙ্গার বেকারি থেকে একটি এগ পাফ ও একটি কারি পাফ কিনেছিলেন।

বাড়িতে ফিরে তিনি তার সন্তানদের সঙ্গে খাওয়ার জন্য কারি পাফটি খুললে সেখানে একটি সাপ দেখতে পান। এ ঘটনায় তিনি বেকারির মালিকের সঙ্গে যোগাযোগ করলে মালিক উদাসীনতার পরিচয় দেন এবং অপ্রাসঙ্গিক ব্যাখ্যা দেন।

ক্ষুব্ধ শ্রীশৈলা তার পরিবারের সদস্যদের সঙ্গে জাডচারলা থানায় গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেন। পুলিশের কাছে অভিযোগের পর ঘটনা তদন্ত শুরু হয়েছে।

Share

তেলেঙ্গানার মাহাবুবনগর জেলায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। শ্রীশৈলা নামের এক নারী স্থানীয় জাডচারলা পৌরসভার আইয়েঙ্গার বেকারি থেকে একটি এগ পাফ ও একটি কারি পাফ কিনেছিলেন।

বাড়িতে ফিরে তিনি তার সন্তানদের সঙ্গে খাওয়ার জন্য কারি পাফটি খুললে সেখানে একটি সাপ দেখতে পান। এ ঘটনায় তিনি বেকারির মালিকের সঙ্গে যোগাযোগ করলে মালিক উদাসীনতার পরিচয় দেন এবং অপ্রাসঙ্গিক ব্যাখ্যা দেন।

ক্ষুব্ধ শ্রীশৈলা তার পরিবারের সদস্যদের সঙ্গে জাডচারলা থানায় গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেন। পুলিশের কাছে অভিযোগের পর ঘটনা তদন্ত শুরু হয়েছে।

Share