অপরাধ
শেখ হাসিনা-মামলায় বাদীদের সাক্ষ্য গ্রহণ

ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতে বুধবার (১৩ আগস্ট) পৃথক তিন মামলায় বাদীদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলাগুলো পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দায়ের করা হয়েছে।
সাক্ষীরা ছিলেন—দুদকের উপপরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে ২৮ আগস্ট।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, এবং অন্যান্য সরকারি কর্মকর্তা ও সাবেক রাজনৈতিক ব্যক্তিত্ব। মামলায় অভিযোগ করা হয়েছে, সরকারে থাকা অবস্থায় তারা ক্ষমতার অপব্যবহার করে ২৭ নম্বর সেক্টরের ২০৩ নং রাস্তার ৬টি প্লট বরাদ্দ পেয়েছেন, যা তাদের পাওয়ার যোগ্যতা ছিল না।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এই বরাদ্দ অসৎ উদ্দেশ্যে দেওয়া হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।