আন্তর্জাতিক
আলিজে শাহের ব্যক্তিগত ভিডিও ফাঁস, নতুন বিতর্কে অভিনেত্রী

পাকিস্তানি মডেল–অভিনেত্রী আলিজে শাহ নতুন বিতর্কের মুখে পড়েছেন ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর। ভাইরাল ভিডিওতে দেখা যায়—শুয়ে থাকা আলিজের কাঁধের ওপর রাখা খাবারের একটি ছোট অংশ রহস্যময় এক ব্যক্তি কাঁটা–চামচে তুলে তাকে খাওয়াচ্ছেন, আর আলিজে হাসিতে ফেটে পড়ছেন। ভিডিওতে সেই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের প্রতিক্রিয়া দ্বিমুখী। একদল মন্তব্য করেছেন, এটি ‘আলোচনায় থাকার কৌশল’, অন্যরা এটিকে ‘অশোভন’ ও ‘নোংরা’ হিসেবে সমালোচনা করছেন। অনেকের দাবি, ভিডিওতে থাকা ব্যক্তি আলিজের প্রেমিক হতে পারেন, তবে এটি নিশ্চিত নয়।
নাটক ‘এদ-এ-ওয়াফা’-তে ‘দুয়া’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করা আলিজেকে ভিন্ন প্রেক্ষাপটে দেখে অনেক ভক্ত হতবাক হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বিতর্ককে ‘ব্যক্তিগত পছন্দ’ ও ‘প্রাইভেসির অধিকার’ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন।
২৫ বছর বয়সী আলিজে শাহকে ঘিরে আগেও বিতর্ক রয়েছে। সাহসী পোশাক ও স্পষ্টভাষী ব্যক্তিত্বের কারণে তিনি সোশ্যাল মিডিয়ায় একাধিকবার সমালোচিত হয়েছেন। চলতি বছরের শুরুতে নেতিবাচকতার কারণে তিনি ইনস্টাগ্রামের পোস্ট মুছে দিয়ে লিখেছিলেন, ‘আমি এই মাধ্যমটি ছেড়ে দিচ্ছি। এটি নরকের চেয়েও খারাপ।’
২০১৬ সালে ‘ছোটি সি জিন্দেগি’ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে টিভিতে পা রাখা আলিজে ২০১৮ সাল পর্যন্ত ৬টি ধারাবাহিকে সহ–চরিত্রে অভিনয় করেছেন। এরপর ‘হুর পরি’ ধারাবাহিকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। ২০১৯ সালে ‘সুপারস্টার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে। তিনি কয়েকটি জনপ্রিয় মিউজিক ভিডিওতেও উপস্থিত হয়েছেন।
ভিডিও ফাঁসের সূত্র, সময় ও প্রেক্ষাপট এখনও অজানা। আলিজে বা তার ম্যানেজমেন্টের আনুষ্ঠানিক মন্তব্য না আসা পর্যন্ত বিতর্ক থামার লক্ষণ নেই। এই ঘটনার মাধ্যমে সেলিব্রিটিদের ‘ডিজিটাল প্রাইভেসি’ এবং ‘অনুমতি ছাড়া কনটেন্ট ছড়ানো’র নৈতিক ও আইনি প্রশ্নও আলোচনায় এসেছে।