আন্তর্জাতিক
যুদ্ধবিরতি সত্ত্বেও তীব্র ইরান-ইসরায়েল সাইবার হামলা

যুদ্ধবিরতি সত্ত্বেও ইরান ও ইসরায়েলের মধ্যে সাইবার হামলা থেমে নেই। বরং, অনলাইন সংঘাত দিন দিন তীব্র হচ্ছে। মিসাইল ছোড়াছুড়ি বন্ধ হলেও, দুই দেশের হ্যাকাররা সাইবার জগতে পাল্টাপাল্টি আক্রমণ চালাচ্ছে।
ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে ইসরায়েলি কর্মকর্তা ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, জুনের সংক্ষিপ্ত যুদ্ধের পর থেকে সাইবার হামলার মাত্রা বেড়েছে। ইসরায়েলি সাইবার থ্রেট সংস্থা ক্লিয়ারস্কাইয়ের প্রধান বোয়াজ দোলভ বলেন, ইরান-সংযুক্ত গোষ্ঠীগুলো সম্প্রতি মাইক্রোসফ্ট সার্ভারের দুর্বলতাকে কাজে লাগিয়ে ইসরায়েলি সংস্থাগুলোতে হামলার চেষ্টা করেছে।
চেক পয়েন্ট সাইবার নিরাপত্তা সংস্থা জানিয়েছে, কূটনীতিক এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা ফিশিং বার্তাও বেড়েছে। জুনের সংঘাতের সময় ইসরায়েলি হ্যাকাররা ইরানের নোবিটেক্স ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে ৯০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছিল। ইরান-সংযুক্ত গোষ্ঠীগুলোও ৫০টির বেশি ইসরায়েলি কোম্পানির বিরুদ্ধে হ্যাক-এন্ড-লিক অভিযানে প্রতিশোধ নিয়েছে।
দোলভ বলেন, “যদিও তারা বড় সংস্থাগুলোকে ভাঙতে সক্ষম হয়নি, তবুও ছোট ও দুর্বল ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ম্যালওয়্যার হামলা চালাচ্ছে। এতে লজিস্টিকস, জ্বালানি সরবরাহকারী ও মানবসম্পদ সংস্থাগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
সুত্রের খবর, ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলা প্রতিরোধ করতে আগের চেয়ে বেশি খরচ করছে, যার ফলে আর্থিক চাপও বেড়েছে।