আন্তর্জাতিক
পাকিস্তান সীমান্তে গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের সীমান্তে ফের উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি হয়। এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন।
ভারতীয় সেনাবাহিনীর সূত্র অনুযায়ী, অনুপ্রবেশকারীরা পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় ভারতে প্রবেশের চেষ্টা করে। ভারতীয় সেনারা প্রতিরোধে অভিযান চালালে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অনুপ্রবেশকারীরা খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে পালাতে সক্ষম হলেও তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়।
সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, এটি অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের পক্ষ থেকে একটি উস্কানিমূলক ঘটনা। সেনাবাহিনী এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়ার অপেক্ষায়।