বাংলাদেশ
রেলপথ অবরোধে আটকা ৬ ট্রেন

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে রেলপথ ব্লকেড করে বিক্ষোভ করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় প্রান্তে ৬টি ট্রেন আটকা পড়েছে, যার মধ্যে রয়েছে ৫টি যাত্রীবাহী ও ১টি মালবাহী ট্রেন। ফলে ঢাকার সঙ্গে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের রেল যোগাযোগে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টায় উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীরা এ অবরোধ শুরু করেন। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, আটকা পড়া ট্রেনগুলো হলো— চিলাহাটি এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও একটি তেলবাহী ট্রেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার ৯ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ শুরু হয়নি। ১০ আগস্ট মহাসড়ক অবরোধ করে ৪৮ ঘণ্টা সময়সীমা দেওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পেয়ে তারা রেল অবরোধে নেমেছেন। ক্যাম্পাস বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।