চাঁদপুরে অটোরিকশা চালককে গুলি করে হত্যা - Porikroma News
Connect with us

অপরাধ

চাঁদপুরে অটোরিকশা চালককে গুলি করে হত্যা

Published

on

চাঁদপুরে অটোরিকশা চালককে গুলি করে হত্যা
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ । ছবি : সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অটোরিকশা চালক মিজানুর রহমান অভি (৩৫) কে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ আগস্ট) ভোরে এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত অভি এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর গ্রামের বাসিন্দা হলেও নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন এবং অটোরিকশা চালাতেন। কয়েকদিন আগে বাড়িতে আসেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, অভির সঙ্গে নাহিদ গাজী নামের এক সন্ত্রাসীর আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। নাহিদ গাজীর বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে এক ব্যক্তি রাস্তায় অভির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বন্ধু নুর আলম বেপারী জানান, রাত ৩টা ১৫ মিনিটের দিকে নাহিদ গাজী ফোনে কল দিয়ে অভিকে হত্যার কথা স্বীকার করে হুমকিও দেন।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, পূর্ব বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Share

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অটোরিকশা চালক মিজানুর রহমান অভি (৩৫) কে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ আগস্ট) ভোরে এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত অভি এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর গ্রামের বাসিন্দা হলেও নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন এবং অটোরিকশা চালাতেন। কয়েকদিন আগে বাড়িতে আসেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, অভির সঙ্গে নাহিদ গাজী নামের এক সন্ত্রাসীর আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। নাহিদ গাজীর বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে এক ব্যক্তি রাস্তায় অভির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বন্ধু নুর আলম বেপারী জানান, রাত ৩টা ১৫ মিনিটের দিকে নাহিদ গাজী ফোনে কল দিয়ে অভিকে হত্যার কথা স্বীকার করে হুমকিও দেন।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, পূর্ব বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Share