বাংলাদেশ
আন্দোলনে বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় সরোয়ার হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড গোলচত্বরে এ ঘটনা ঘটে। আটক সরোয়ার বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা। তিনি দাবি করেন, বক্তৃতার শেষে ভুলে মুখ ফসকে স্লোগানটি দিয়েছেন।
আন্দোলনকারীদের অভিযোগ, স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলনকে বিতর্কিত করতে তিনি পরিকল্পিতভাবে এই স্লোগান দিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ জানান, কিছুদিন ধরেই আন্দোলন বানচালের চেষ্টা চলছে এবং দুদিন আগে হামলার ঘটনাও ঘটেছে।
এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার জানান, সরোয়ারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।