আন্তর্জাতিক
ফিলিস্তিনের পক্ষে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, সৌদির প্রশংসা

ফিলিস্তিনের পক্ষে গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অধিকৃত গাজায় ইসরায়েলের চলমান অভিযানের প্রেক্ষিতে এই দুই দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।
সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জানায়, দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি বিশ্বব্যাপী সমর্থন দিন দিন বাড়ছে, যা ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের পক্ষে ইতিবাচক।
এমন পরিস্থিতিতে ইসরায়েল ক্রমশ আন্তর্জাতিক চাপে পড়ছে। এতদিন যেসব দেশ ইসরায়েলকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করত, তারাও এখন অবস্থান বদলাচ্ছে। তবে গাজায় ইসরায়েলের অভিযানে শিথিলতার কোনো ইঙ্গিত এখনও পাওয়া যাচ্ছে না।