ঢাবিতে হিজাব পরা শিক্ষার্থীর ছবি নিয়ে কটূক্তির প্রতিবাদে এক্ট - Porikroma News
Connect with us

বাংলাদেশ

ঢাবিতে হিজাব পরা শিক্ষার্থীর ছবি নিয়ে কটূক্তির প্রতিবাদে এক্ট

Published

on

ঢাবিতে হিজাব পরা শিক্ষার্থীর ছবি নিয়ে কটূক্তির প্রতিবাদে এক্ট
সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হিজাব পরা নারী শিক্ষার্থীর ছবি নিয়ে অবমাননা ও কটূক্তির ঘটনায় প্রতিবাদ জানিয়েছে অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন (এক্ট)। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে ঢাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।
এক্টের প্রতিনিধি উম্মে সালমা লিখিত বক্তব্যে জানান, সম্প্রতি উম্মে সালমা, সাদিয়া আক্তার বর্ষা, মুনতাহা ঈশা ও নুসরাত জাহানের ফেসবুক প্রোফাইল থেকে ছবি নিয়ে কুরুচিপূর্ণ ক্যাপশনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। এতে শতাধিক অবমাননাকর মন্তব্য, জীবননাশ ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, ঢাবির হল রাজনীতি বন্ধের আন্দোলনে অংশ নেওয়ার ফলেই এই নারীরা অনলাইন বুলিং, মানসিক নির্যাতন ও ব্যক্তিগত স্বাধীনতার লঙ্ঘনের শিকার হয়েছেন। তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতা ও নারীর রাজনৈতিক অধিকার রক্ষায় কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হিজাব পরা নারী শিক্ষার্থীর ছবি নিয়ে অবমাননা ও কটূক্তির ঘটনায় প্রতিবাদ জানিয়েছে অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন (এক্ট)। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে ঢাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।
এক্টের প্রতিনিধি উম্মে সালমা লিখিত বক্তব্যে জানান, সম্প্রতি উম্মে সালমা, সাদিয়া আক্তার বর্ষা, মুনতাহা ঈশা ও নুসরাত জাহানের ফেসবুক প্রোফাইল থেকে ছবি নিয়ে কুরুচিপূর্ণ ক্যাপশনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। এতে শতাধিক অবমাননাকর মন্তব্য, জীবননাশ ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, ঢাবির হল রাজনীতি বন্ধের আন্দোলনে অংশ নেওয়ার ফলেই এই নারীরা অনলাইন বুলিং, মানসিক নির্যাতন ও ব্যক্তিগত স্বাধীনতার লঙ্ঘনের শিকার হয়েছেন। তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতা ও নারীর রাজনৈতিক অধিকার রক্ষায় কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

Share