খায়রুল হকের ফাঁসির দাবিতে উত্তাল হাইকোর্ট - Porikroma News
Connect with us

বাংলাদেশ

খায়রুল হকের ফাঁসির দাবিতে উত্তাল হাইকোর্ট

Published

on

বিএনপিপন্থি আইনজীবী আন্দোলন
সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ মিছিল । ছবি : সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থি আইনজীবীরা। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে হাইকোর্ট প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল বের হয়।

এর আগে সোমবার (১১ আগস্ট) ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

সোমবার দুপুরে বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের এজলাসে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, আসামিপক্ষ বিচার বিভাগকে ধ্বংস করে এখন মায়াকান্না দেখাচ্ছেন। তারা আরও বলেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশ থেকে বের করে দেওয়ার সময় আসামিপক্ষের কোনো প্রতিবাদ ছিল না।

পরে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে আগামী ১৭ আগস্ট মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।

Share

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থি আইনজীবীরা। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে হাইকোর্ট প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল বের হয়।

এর আগে সোমবার (১১ আগস্ট) ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

সোমবার দুপুরে বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের এজলাসে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, আসামিপক্ষ বিচার বিভাগকে ধ্বংস করে এখন মায়াকান্না দেখাচ্ছেন। তারা আরও বলেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশ থেকে বের করে দেওয়ার সময় আসামিপক্ষের কোনো প্রতিবাদ ছিল না।

পরে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে আগামী ১৭ আগস্ট মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।

Share