বাংলাদেশ
খাগড়াছড়ির রামগড়ে নেটওয়ার্ক বিপর্যয়, ভোগান্তি চরমে

পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলায় দুই মাস ধরে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিপর্যয়ে ভুগছেন কয়েক হাজার মানুষ। সরকারি-বেসরকারি অফিসের কাজকর্ম, প্রবাসী পরিবারের সঙ্গে যোগাযোগ এবং অনলাইনভিত্তিক জরুরি সেবা কার্যত বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, আগে রবি নেটওয়ার্কে সুবিধা থাকলেও দুই মাস ধরে তা অচল হয়ে পড়েছে। গ্রামীণফোনের নেটওয়ার্কও সীমিত বিদ্যুৎ চলে গেলেই বন্ধ হয়ে যায়। বেশিরভাগ টাওয়ারে নেই নিরাপত্তা ব্যবস্থা, জেনারেটর বা সোলার সুবিধা। ফলে নিয়মিত তদারকি ও জ্বালানি সরবরাহ না থাকায় টাওয়ারগুলো অকেজো হয়ে পড়েছে।
তথ্য মতে, উপজেলার বিভিন্ন এলাকায় রবি, গ্রামীণফোন ও টেলিটকের মোট ৯টি টাওয়ার রয়েছে। এর মধ্যে দুই মাস ধরে কয়েকটি সম্পূর্ণ বন্ধ ছিল, তবে তিন-চার দিন আগে থেকে উপজেলার সব টাওয়ারের নেটওয়ার্ক ও ইন্টারনেট বন্ধ হয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক টাওয়ার সংশ্লিষ্ট ব্যক্তি জানান, আঞ্চলিক সশস্ত্র দলের চাঁদার দাবিসহ হামলা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও অপহরণের ঘটনাই এই বিপর্যয়ের কারণ। এ ছাড়া রবির ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বিল সংক্রান্ত জটিলতাও তদারকি ব্যাহত করেছে।
নেটওয়ার্ক বিপর্যয়ে স্থানীয় ব্যবসায়ী ও চিকিৎসকেরাও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রামগড় উপজেলা প্রশাসন জানিয়েছে, সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মোবাইল অপারেটরদের সঙ্গে আলোচনা চলছে।