অপরাধ
ছাত্রদল নেতা রাফি হত্যারহস্য উদঘাটন

মৌলভীবাজারের কমলগঞ্জে ছাত্রদল নেতা আব্দুর রহিম রাফি হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তার আপন ছোট ভাইকে (১৬)।
রাফি ছিলেন রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।
সোমবার (১১ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ঘটনার দিনই সন্দেহভাজন হিসেবে ছোট ভাইকে হেফাজতে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, ৯ আগস্ট সকালে ঘুমন্ত অবস্থায় ধারাল দা দিয়ে বড় ভাইকে কুপিয়ে হত্যা করে।
প্রাথমিকভাবে ৫০০ টাকা না দেওয়াকে কারণ বলা হলেও, পারিবারিক টানাপোড়েন ও অভিভাবকসুলভ শাসন-চাপও হত্যার পেছনে ভূমিকা রেখেছে বলে পুলিশ জানিয়েছে।
আসামির দেওয়া তথ্যে হত্যায় ব্যবহৃত দা ও রক্তমাখা লুঙ্গি উদ্ধার করা হয়। নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।