অপরাধ
পাথরঘাটায়, রুপধন বন্দরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীদের খাবারে বিষ

বরগুনার পাথরঘাটা উপজেলার রুপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির পাঁচজন ছাত্রী বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয়ের খাবার ও খাবার পানিতে বিষাক্ত পদার্থ মেশানো হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আক্রান্ত শিক্ষার্থীরা ওই খাবার ও পানি গ্রহণের পর অসুস্থ হয়ে পড়ে।
তাদের দ্রুত উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।