অপরাধ
চট্টগ্রামে এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে ৫ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিজাম উদ্দিন মেসেঞ্জারে কথোপকথনের সময় আন্দোলন বন্ধের বিনিময়ে আরও ৫ লাখ টাকা নেওয়ার প্রস্তাব দিচ্ছেন।
ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দর সমন্বয়ক আফতাব হোসেন রিফাতকে নিজাম উদ্দিনের সঙ্গে কথা বলতে দেখা যায়। কথোপকথনে প্রথমে ৫ লাখ টাকা দেওয়ার কথা স্বীকার করা হলেও, নিজাম আরও অর্থ আদায়ের নির্দেশ দেন।
এর আগে, গত ৫ জুলাই এক নারী অভিযোগ করেন—দুই কোটি টাকা চাঁদা না পেয়ে নিজাম উদ্দিন তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। তখন তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলেও পরে পুনর্বহাল করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করেছেন সংগঠনের সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম, যিনি একে “দুর্নীতি ও জনতার বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা” বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, ২৩ এপ্রিল ‘বন্দর রক্ষা আন্দোলন’ কাস্টমস মোড়ে নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইস্যুতে মিছিল ও সমাবেশ করেছিল।