রাজনীতি
কলকাতায় নতুন গোপন রাজনৈতিক কার্যালয় খুলেছে আ.লীগ

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর কলকাতার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে স্থায়ী রাজনৈতিক কার্যালয় খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে কলকাতায় অবস্থানরত দলটির শীর্ষ ও মধ্যম পর্যায়ের নেতারা নিয়মিত সেখানে যাতায়াত করছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর দীর্ঘদিন দলীয় বৈঠক ভাড়া করা রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসাবাড়িতে চলত। এবার ৫০০-৬০০ বর্গফুটের একটি বাণিজ্যিক অফিসকে দলীয় দপ্তর হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে গোপনীয়তা বজায় রাখতে সেখানে কোনো সাইনবোর্ড, শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর ছবি নেই।
দলীয় নেতারা জানান, মূলত নিয়মিত দেখা-সাক্ষাৎ ও ছোট বৈঠকের জন্য এই অফিস ব্যবহৃত হচ্ছে। ৩০-৩৫ জনের বৈঠক এখানে সম্ভব হলেও বড় সভার জন্য ব্যাঙ্কোয়েট হল বা রেস্তোরাঁ ভাড়া করা হয়।