জাতীয়
জাতিসংঘের মানবাধিকার অফিস বাতিলের দাবি, জমিয়তের

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস চালুর সিদ্ধান্ত বাতিলসহ ৫ দফা দাবিতে ঢাকার জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলার নেতারা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া এই স্মারকলিপিতে বলা হয়, জাতিসংঘের সঙ্গে সরকার যে তিন বছর মেয়াদি চুক্তি করেছে, তা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, বিচারব্যবস্থা, ধর্মীয় মূল্যবোধ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য হুমকিস্বরূপ।
এ সময় উপস্থিত ছিলেন জমিয়তের ঢাকা জেলা সভাপতি আফজাল হোসাইন রাহমানী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা হেদায়েতুল ইসলাম, মুফতি মাহবুবুল আলম কাসেমী ও মাওলানা নজরুল ইসলাম তাহের প্রমুখ।
জমিয়তের দাবি অনুযায়ী,
১) জাতিসংঘের এই অফিস দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলবে।
২) ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী পশ্চিমা সংস্কৃতি যেমন সমকামিতা ও ট্রান্সজেন্ডার প্রমোট করা হবে।
৩) দেশের বিচার ব্যবস্থা ও মানবাধিকার কমিশনের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।
৪) পার্বত্য চট্টগ্রামকে আলাদা খ্রিস্টান রাজ্য বানানোর প্রক্রিয়া সহজ হবে।
৫) মুসলিম পারিবারিক ঐতিহ্য ধ্বংস হবে।
তারা বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস চালু হলে জুলাইয়ের গণঅভ্যুত্থান ও জনগণের আন্দোলনের আবেদন ম্লান হয়ে যাবে। তাই এই চুক্তি বাতিলের দাবি জানান জমিয়তের নেতৃবৃন্দ।