বাংলাদেশ
জি কে শামীম অর্থ পাচার মামলায় খালাস

অর্থ পাচারের মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস পেয়েছেন আলোচিত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম।
বৃহস্পতিবার (৭ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার আপিলের চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেন।
এর আগে ২০২৩ সালের ১৭ জুলাই অর্থ পাচার মামলায় জি কে শামীমকে ১০ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম। একই মামলায় তার সাত দেহরক্ষীকেও চার বছর করে কারাদণ্ড এবং মোট ৩ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা জরিমানা করা হয়।
তবে ওই রায়ের বিরুদ্ধে জি কে শামীম হাইকোর্টে আপিল করেন এবং দীর্ঘ শুনানি শেষে আজ তাকে খালাস দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে জি কে শামীমের বাড়ি ও অফিসে অভিযান চালিয়ে র্যাব বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, নগদ টাকা, বিদেশি মুদ্রা, মদ এবং ১৬৫ কোটি টাকার এফডিআর জব্দ করে।
২০১৯ সালের ২১ সেপ্টেম্বর গুলশান থানায় অর্থ পাচার প্রতিরোধ আইনে মামলাটি করেন র্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান। ২০২০ সালের ৪ আগস্ট সিআইডি চার্জশিট জমা দেয় এবং ১০ নভেম্বর বিচার কার্যক্রম শুরু হয়।