অপরাধ
হাতকড়াসহ নৌকা থেকে লাফিয়ে পালালেন আ.লীগ নেতা

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯ হত্যা মামলার প্রধান আসামি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদের হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বানিয়াচং থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর নৌকাযোগে থানায় নেওয়ার পথে বাড়ির সামনের খালে পৌঁছালে হঠাৎ হাতকড়াসহ পানিতে লাফ দিয়ে পালিয়ে যায় মজিদ। মুহূর্তেই সে দৃষ্টির বাইরে চলে যায়। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে কয়েকটি গ্রাম ঘেরাও করে অভিযান চালালেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান, “আসামিকে থানায় নেওয়ার সময় সে হঠাৎ পানিতে ঝাঁপ দেয়। এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। সে জীবিত না মৃত, তাও নিশ্চিত নয়। তবে তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট বানিয়াচংয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশের গুলিতে ৯ জন নিহত হন, যা জেলার সবচেয়ে বড় হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত।